সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরিবেশ। রাজনৈতিক দলের কী অ্যাজেন্ডা, তার থেকে অনেক বেশি সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ছিল নদী ও পরিবেশ। রাজনীতির ময়দানে 'নদীর জন্য চাইছি ভোট' বলে জলঙ্গী নদী বাঁচানোর পক্ষে লড়াই করছেন জলঙ্গী নদী সমাজ মনোনীত নির্দল প্রার্থী তারক ঘোষ। অন্যদিকে পরিবেশের জন্য নির্দল হয়ে ভোটে লড়াই করছেন তপতী মাইতি। এঁরা দুজনে যথাক্রমে নদিয়া ও হুগলী জেলায় পঞ্চায়েত ভোটে লড়াই করেছেন। কত ভোট পেলেন তাঁরা?
by সুপ্রতিম কর্মকার | 15 July, 2023 | 1043 | Tags : Environment River Jalangi Panchayet Election Bengal